আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।
বরাবরের মতো আবারও আমি আরজে কামরুল হাজির হলাম আরও একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিকে আমি আপনাদের দেখাব কীভাবে প্রফেশনালদের মতো যেকোন ফটো ইনহেন্স করবেন(ব্লার অথবা পুরাতন ছবিকে নতুন করবেন), যেকোন ফটো থেকে স্কেচ রিমুভ করবেন, ব্ল্যাক & হোয়াইট ছবিকে কালার করবেন ইত্যাদি। আর এই সবগুলো কাজ করতে পারবেন আপনার হাতের Android(অথবা iOS) ফোনটি দিয়েই, তাও আবার এক ক্লিকেই। সত্যিই অবিশ্বাস্য!
এই অ্যাপটি যখন আমি প্রথম ব্যাবহার করেছিলাম আমি নিজেই শক পেয়েছিলাম। অনেকেরই মনে হতে পারে যে একটি অ্যান্ডয়েড অ্যাপ আর এমন কি করতে পারেবে। কিন্তু, আমি মনে করি অ্যাপটি ব্যাবহার করার পর আপনারা ঠিকই বুজতে পারবেন। যদিও আপনি একজন প্রফেশনালকে টাকা দিয়ে যে সার্ভিসটি আশা করতে পারেন সেটি হয়তো এই অ্যাপ থেকে পাবেন না, যেহেতু এটি একটি এআই(AI) বেইসড অ্যাপ। কিন্তু, এটি আপনাকে নিরাস করবে না।
অ্যাপের সুবিধা ও অসুবিধাঃ
- যেকোন ফটো এবং ভিডিও ইনহেন্স করতে পারবেন। যার ফলে কম রেজুলেশনের ছবি/ভিডিও থেকে বেশি রেজুলেশনের ছবি/ভিডিও তৈরি হবে।
- যেকোন ফটো থেকে স্কেচ রিমুভ করতে পারবেন।
- ব্ল্যাক & হোয়াইট ছবিকে কালার করতে পারবেন।
- যেকোন ফটোকে কার্টুন আর্টে পরিনত করতে পারবেন।
- ভিডিও থেকে ফেসমো(FaceMo) ভিডিও তৈরি করতে পারবেন।
- ভিডিও থেকে এনিমেইট তৈরি করতে পারবেন। ইত্যাদি।
- ইন্টারনেট কানেকশন লাগবে।